ক্ষুধার্থ মাংসাশী Chords

by Rupam Islam
22,741 views, added to favorites 76 times
Difficulty: beginner
Tuning: E A D G B E
Key: F#m
Capo: 2nd fret
Author Gaurav_stringer_singer [a] 53. Last edit on Feb 1, 2022

Chords

Em
C
A
B7
D
Bm
G

Strumming

There is no strumming pattern for this song yet. Create and get +5 IQ
Em
ও বললো আমায় জানো,
Em
ও বললো আমায় জানো,
C
কখনো সাগর দেখিনি,
A
আর পাহাড় ও দেখিনি
Em
চার দেয়ালেই বন্দিনী।
Em
আমার বাবা একজন লম্পট............
Em
আমার বাবা একজন লম্পট,
C
মা হাই-সোসাইটি বেশ্যা,
A
ফোন এ গুছিয়ে বলা যাবে না
Em
হাজার পারিবারিক কেচ্ছা।
Em
আমি বললাম সোনা কেঁদোনা,
C
আমি পাশে আছি মনে করো।
A
সারা পৃথিবী চায় তোমাকে,
Em
তাই পৃথিবীর হাত ধরো।
Em
তুমি ঘুমিয়ে পড়ো এবার
C
ফোন ছেড়ে দাও রাত হয়েছে।
B7
শেষ কটা দিন নাও কাটিয়ে,
B7
সারাজীবন তো পড়ে রয়েছে।
 
D                   Bm
End of first scene, cut to হারেম থেকে পালান
Em                  A
দার্জিলিঙের ঠান্ডার রাতে দুটো বিছানা জোড়া লাগানো
D                  Bm
সোনা হিমালয় তো দেখলে এবার সাগরেই দেবো পাড়ি
Em                A
ও বললো কি করছো এসো বিছানায় তাড়াতাড়ি।
 
G          D        Em
ক্ষুধার্ত মাংসাশী ফুলে যৌন বিকার
G              D          A
কোনো কালো যাদুতে অবশ অসহায় শিকার।
G               D                A
এত নোংরা এই গল্প যে বললেই হবো নোংরা আমি
G              D
এক বীভৎস সুখ-স্বপ্ন যা
D                   Em    A
দেখেছিল কোনও হারেমের হারামি, হারামি ..
 
D
তোমার ওজন সরাও বেইবি
A
এত ঘেঁষাঘেষি ভাল লাগে না,
Em
এই মিথ্যে প্রেমের বিছানায়
Bm
আর পৌরুষত্ব জাগে না।
D
ওহে পাতি বিছানার ললনা,
A
আমি জেনে গেছি সব ছলনা।
Em
তোমার দৃষ্টিতে সব ছেলেরাই
Bm
হল ডিসপোজেবল খেলনা।
D
ও হাসল ঠান্ডা হাসি,
A
বলল : তোমাকেই ভালবাসি।
Em
করি এদিকে ওদিকে ছোঁক ছোঁক
Bm
যখন তোমাকেও লাগে বাসি।
D
প্রতি কুঞ্জে কুঞ্জে কৃষ্ণ,
A
বড় কুহকিনী সেই বাঁশি।
Em
তবু তোমাতেই ডেডিকেশন
B7
তাই তো রাতে ঘরে ফিরে আসি।
 
G           D    Em
ক্ষুধার্ত মাংসাশী ফুলের সিডাকটিভ স্পর্শ
G                 D
যত ইনোসেন্ট মেয়েবেলা আর ছেলেমানুষি
A
is only for show
G
কোন মেয়ে কাঁকড়ার ধর্ষকামনা
D              Em
দাঁড়া হয়ে যদি করে তাড়া..
G
তবে বুঝবে তুমি এক যে আছে
D.                  Em    A
সে কন্যার অতি গোপনীয় চেহারা। চেহারা
 
Em
প্রতি অনুষ্ঠানের শেষে,
Em                  C
প্রতি অনুষ্ঠানের শেষে যখন পর্দাটা নেমে আসে
A
যদি তুমি বিখ্যাত কেউ হও
Em
তবে কালো উইংসের পাশে
Em
দেখবেই ওকে, আছে দাঁড়িয়ে
C
চোখে অটোগ্রাফের বায়না
A
শার্টের দু-তিন বোতাম খোলা
Em
আড়চোখে সব দেখা যায় না
Em
তুমি চাও পুরো চোখে তাকাতে।
Em
তুমি চাও পুরোচোখে তাকাতে,
C
ওরও আপত্তি নেই মোটেই
A
যদি তুমি হও ভাল খেলোয়াড়
Em
জানো এরা মাঝে মাঝে জোটেই
Em
ঘরে বউ অসুস্থ তাতে কী
C
হবে সমস্যা এক রাতে কি
B7
বলো টেলিফোনে ভালবেসে
B7
রাতে প্রোগামে গেছো ফেঁশে।
 
G             D         Em
ক্ষুধার্ত মাংসাশী ফুলের মার্কামারা বিছানা
G
আজ রাতে পার হতে
D            Em   A
নীল নিভৃত নির্বিঘ্ন ঠিকানা।
G
কারণ আউট অফ্ স্টেশন আমি
D                 Em
কোনও মতে ফিরছি না অতর্কিতে..
G
তাই রাজি হয়ে যাও এইবেলা
 D                       Em    A
কোনও রেকর্ডিং-এ ওকে চান্স করে দিতে..
X
By helping UG you make the world better... and earn IQ
Create correction
Please rate this tab
 
×
ক্ষুধার্থ মাংসাশী – Rupam Islam
How to play
"ক্ষুধার্থ মাংসাশী"
Font
Transpose
Comments