Rawkto Rawhoshyo - Amar Ektarata আমার একতারাটা Chords
by Misc Soundtrack/Lagnajita Chakraborty1,366 views, added to favorites 9 times
Difficulty: | beginner |
---|---|
Tuning: | E A D G B E |
Capo: | no capo |
Chords
Strumming
There is no strumming pattern for this song yet. Create and get +5 IQ
[Verse 1]
Bm
এই একতারাটার সুর গুলো খুব একা
D
তার কাঁচা আলোর গন্ধে,
A
ফেরার পথে দেখা হলে নেশার মতো দুহাত শুধু কালবৈশাখী চায়,
Em
ওই সিড়ি ভাঙ্গা অঙ্ক গুলোয়
D
ডোবালো আমায়।
C Am
এর চেয়ে বেশি কি বলো আর
Gm D
চাইতে পারি?
A
ভাবি প্রমাণ কি আর করবে সরলরেখাও, অন্ধকারও উড়িয়ে দিলে হাত পাখারা
Gm D
যদি পারো আমায় ভালোবাসতে শেখাও।
[Verse 2]
D
আবার উড়বো বলে চাইছি দুটো ডানা
A
বলো মেঘলা হয়ে থাকবে কতক্ষন?
A
আমরা যেমন নীল কাগজের নৌকো বানাই
Gm D
আমরা আবার ভাঙতে থাকি মন।
Bm D
এর চেয়ে বেশি কি বলো আর
G D
চাইতে পারি?
A
ভাবি এখন কি আর করবে অপেক্ষা,
G
অন্ধকারের অন্ধকার আজ কম পড়েছে
Em D
যদি পারো সেটাই ভালোবাসতে শেখাও।
[Verse 3]
D
আমার ফুল খেলা ঘর বাঁধলো ঠোঁটে বিচ্ছিরি গান
A
তোমার ঘুম ভেঙেছে কৃষ্ণচূড়ার মতো,
A
এই বুকের ভিতর নরম আলো পাস ফিরে থাক
Em D
আমি জলছবিতে আঁকবো তোমার ইতঃস্তত,
Em D Em A
আমি জলছবিতে আঁকবো তোমার ইতঃস্তত।
X
×
Rawkto Rawhoshyo - Amar Ektarata আমার একতারাটা – Misc Soundtrack
How to play
"Rawkto Rawhoshyo - Amar E…"
Font
Transpose
Comments