কৈশোর Koishor Chords

by Warfaze
2,053 views, added to favorites 16 times
Chord progression based on studio recording as played in this video: https://www.youtube.com/watch?v=HR1HS5NfMIo.Was this info helpful?
Difficulty: beginner
Tuning: E A D G B E
Key: C
Capo: no capo
Author iqbalnaved1 [a] 148. Last edit on Nov 5, 2021

Chords

C
Em
E
F
Dm
Bb
E7
G
Am
A

Strumming

There is no strumming pattern for this song yet. Create and get +5 IQ
[Intro]
C              Em
মনে পড়ে যায় আমার কৈশোর
E            F
স্মৃতির হারানো সেই সুর
Dm        Bb
আজও ভুলিনি সেই দিনগুলি
E7        F
মনে পড়ে যায় আবার
G   Am
ফিরে আসে
F    G   Am
আবার ফিরে আসে
C              Em
মনে পড়ে যায় আমার কৈশোর
E            F
স্মৃতির হারানো সেই সুর
Dm        Bb
আজও ভুলিনি সেই দিনগুলি
E7        F
মনে পড়ে যায় আবার
G   Am
ফিরে আসে
F    G   Am
আবার ফিরে আসে
 
[Verse 1]
A           Dm
তুমি নেই, আজ তাই কত ব্যথা
G         C
সবই আছে শুধু তুমি ছাড়া
A           Dm
আমার এই জীবনে তুমি ছিলে
G           C
নেমে আসা রাতে সন্ধ্যা তারা
E7        F
মনে পড়ে যায় আবার
G   Am
ফিরে আসে
F    G   Am
আবার ফিরে আসে
C              Em
মনে পড়ে যায় আমার কৈশোর
 
[Guitar solo]
 
 
[Verse 2]
A           Dm
ঘরের আলো যখন নিভে যাবে
G              C
আমিও যখন থাকবো না এ ঘরে
A           Dm
আবারও সেইখানে দেখা হবে
G         C
জীবনের ওপারে অন্যভাবে
 
E7        F
মনে পড়ে যায় আবার
G   Am
ফিরে আসে
F    G   Am
আবার ফিরে আসে
C              Em
মনে পড়ে যায় আমার কৈশোর
E            F
স্মৃতির হারানো সেই সুর
Dm        Bb
আজও ভুলিনি সেই দিনগুলি
E7        F
মনে পড়ে যায় আবার
G   Am
ফিরে আসে
F    G   Am
আবার ফিরে আসে
F    G   Am
আবার ফিরে আসে!
F    G   Am
আবার ফিরে আসে!
X
By helping UG you make the world better... and earn IQ
Create correction
Please rate this tab
1 more vote to show rating
×
কৈশোর Koishor – Warfaze
How to play
"কৈশোর Koishor"
Font
Transpose
Comments