Aalote Chol আলোতে চল Srikanto Chords

by Debayan
38,311 views, added to favorites 122 times
Difficulty: absolute beginner
Tuning: E A D G B E
Key: C
Capo: no capo
Author blackknight00691 [a] 37. Last edit on May 12, 2022

Chords

C
Em
D
Am
G

Strumming

Edit
Is this strumming pattern correct?
1
&
2
&
3
&
[VERSE]
C             Em
পায়ে পায়ে বেগ, ভালোবাসা মেঘ
Em       D
ছুঁয়ে দিক, ছুঁয়ে দিক,
C           Am
আসমানে চল, তারাদের দল
Em       D
ছুঁয়ে দিক, তোকে ছুঁয়ে দিক।
 
C
বাড়িঘর, ভারী জ্বর,
Em
বালিঝড়ে বৈঠা ভাঙে,
Am                   D
দেখো উড়ে আসছে গাঙে, মৌমাছিপাল।
C
অল্প আঁচে গল্পগুলো,
Em                   Am
এই হাওয়াতে পাখনা ছুঁলো, দামাল,
D
তবে নাকি বেসামাল।
 
Em               G
আলোতে চল, আরও আলোতে চল
Am          D
মেলে ধরি আয় সামিয়ানা,
Em             G
এই মহাদেশ, হবে এইখানে শেষ
Am              D
আমাদের নেই নেই, নেই সীমানা।।
 
Em             G
রাত আসে নেমে, আমি তুমি,
Am             D
ঠোঁটে রেখে ঠোঁট, চোখ বুজে রই,
Em          G
এইবারে থেমে, আমি তুমি,
Am           D
সুখেদের ভিড়ে, যন্ত্রনা হই।
 
 
[CHORUS]
 
C
আরও প্রেম, আরো প্রেম,
Em
আলো কমে যাচ্ছে মানে,
Am                 D
জোনাকিরা রাস্তা জানে, মনপাহাড়ে।
C
উল্টোস্রোতে পাখনাবাজি,
Em                     Am
তুই পোড়ালে পুড়তে রাজি, বারে
D
আর কত বাহারে।
 
 
[BRIDGE]
 
Em               G
আলোতে চল, আরও আলোতে চল
Am           D
মেলে ধরি আয় সামিয়ানা,
Em               G
এই মহাদেশ, হবে এইখানে শেষ
Am               D
আমাদের নেই নেই, নেই সীমানা।।
 
Em G Am D
Em D
X
By helping UG you make the world better... and earn IQ
Create correction
Please rate this tab
 
×
Aalote Chol আলোতে চল Srikanto – Debayan
How to play
"Aalote Chol আলোতে চল Srik…"
Font
Transpose