Uro Prem - Hatekhori হাতেখড়ি Chords

by Misc Soundtrack/Imran & KONAL
34 views, added to favorites 0 times
This version is simple, natural, and romantic sounding just like the song.Was this info helpful?
Difficulty: absolute beginner
Tuning: E A D G B E
Capo: 4th fret
Author rajibaustcse [a] 33. Last edit on Feb 16, 2025

Chords

Em
Am
D
C
G

Strumming

There is no strumming pattern for this song yet. Create and get +5 IQ
[Chords] Em Am D C G
Strumming Pattern: DUDUD DU C (C=chuck)
 
[Intro]
 
Em
কোনো মেঘের ছেড়া পালে
Am
ভাসে তোমার প্রেমের তরি,
D
তুমি আমার ভালোবাসার
C
প্রথম হাতেখড়ি।
 
Em
কোনো পাখির কোলাহলে
Am
দেখি তোমার লুকোচুরি,
D
তুমি আমার ভালোবাসার
C
প্রথম হাতেখড়ি।
 
Em
আবছা দূরে রোদ্র ছায়ায়
Am
আকাশ ভরা তারায় তারায়,
D
রাতবেরাতে তোমার সাথে
G           C
স্বপ্ন-ডানায় উড়ি।
 
D
তুমি আমার ভালোবাসার
C
প্রথম হাতেখড়ি।
D
তুমি আমার ভালোবাসার
C
প্রথম হাতেখড়ি।
 
 
[Verse 1]
 
Em
কোনো বৃষ্টি-বিহীন আকাশ রঙিন
Am
রংধনুটার পাশে,
D
শুধু তোমার ছোঁয়ায় ভালোবাসায়
C
একমুঠো রোদ হাসে
 
Em
আবছা দূরে রোদ্র ছায়ায়
Am
আকাশ ভরা তারায় তারায়,
D
রাতবেরাতে তোমার সাথে
G           C
স্বপ্ন-ডানায় উড়ি।
 
D
তুমি আমার ভালোবাসার
C
প্রথম হাতেখড়ি।
D
তুমি আমার ভালোবাসার
C
প্রথম হাতেখড়ি।
 
 
[Verse 2]
 
Em
কোনো ফুলের মেলায় উড়ে বেড়ায়
Am
ঘাসফড়িং এর জুটি,
D
শুধু তোমার মনে স্বপ্ন বোনে
C
আবেগি খুনসুটি
 
Em
আবছা দূরে রোদ্র ছায়ায়
Am
আকাশ ভরা তারায় তারায়,
D
রাতবেরাতে তোমার সাথে
G          C
স্বপ্নডানায় উড়ি।
 
D
তুমি আমার ভালোবাসার
C
প্রথম হাতেখড়ি।
D
তুমি আমার ভালোবাসার
C
প্রথম হাতেখড়ি।
X
By helping UG you make the world better... and earn IQ
Create correction
Please rate this tab
3 more votes to show rating
×
Uro Prem - Hatekhori হাতেখড়ি – Misc Soundtrack
How to play
"Uro Prem - Hatekhori হাতে…"
Font
Transpose
Comments
Related tabs