Arekbar Chords
by Shunno3,526 views, added to favorites 31 times
Difficulty: | intermediate |
---|---|
Tuning: | E A D G B E |
Capo: | no capo |
Author Ajmain.Inkiad9 [a] 22. 1 contributor total, last edit on Mar 8, 2022
Chords
Strumming
There is no strumming pattern for this song yet. Create and get +5 IQ
Album: shoto asha
CHORD: (B) (E) (F#) (G#m)
[Intro]
B E B F# x2
[Verse 1]
B
আরেকবার একটু যদি অচেনা পথে
B
আমায় ছুঁয়ে যাওয়া জোছনা হত
B
আরেকবার দিনের শেষে সূর্য স্নানে এসে
B
আমার অনুভবে স্বপ্ন হয়ে যেতে
E G#m E G#m
তবে বলতাম আমি, এসো আজ উড়াই হৃদয়ঘুড়ি
[Chorus]
B F# E
F#....আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
B F# E
নীলের নীলে ভেসে স্বপনে তুমি আঁকে আনমনে
[Verse 2]
B
আবার যদি হয় পাওয়া হারাবার সিঁড়ি
B
তোমায় নিয়ে হব আজো আলোর স্বপ্নচারী
B
সেই তুমি একটু যদি দিতে পথপাড়ি
B
আঁধার রাত হয়ে যেত জোনাকির বাডI
E G#m E F# G#m
তবে বলতাম আমি, এসো আজ উড়াই হৃদয়ঘুড়ি
[Chorus]
B F# E
F#.......আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
B F# E
নীলের নীলে ভেসে স্বপনে তুমি আঁকে আনমনে
B F# E
আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
B F# E
নীলের নীলে ভেসে স্বপনে তুমি আঁকে আনমনে
X
×
Arekbar – Shunno
How to play
"Arekbar"
Font
Transpose
2 comments

ATA AMAR ONNO ID.PLEASE GAAN ER LYRICS TA BHUL ASHLE CORRECT KORE NIBE/THIS IS MY SECOND ID.PLEASE IF ANY WRONG LYRICS ,CORRECT ON UR OWN NOTE BOOK
0

PLEASE NOTE: Little mistake in intro.here is correct. [INTRO] [B]...[E].......[B]..,[F#]
0