Tajmahal তাজমহল Chords

by Ayub Bachchu
3,523 views, added to favorites 18 times
This version is perfect for beginner.Was this info helpful?
Difficulty: beginner
Tuning: E B E G# B E
Capo: no capo
Author leocorraya [a] 148. Last edit on Jun 17, 2022

Chords

C
Em
Dm
Fm
G
F
E7
Am
E

Strumming

There is no strumming pattern for this song yet. Create and get +5 IQ
[Intro]
 C      Em       Dm
খুব বেশি জানতে ইচ্ছে করে
 Fm        C
আমি চলে গেলে
  G
কি নিয়ে তুমি থাকবে?
 C      Em       Dm
বড় বেশি জানতে ইচ্ছে করে
 Fm       C
ভুলে যাবে নাকি
 G              F
আমায় মনে রাখবে?
 
 
[Verse 1]
   G           C
বৃষ্টি ভেজা কোনো দুপুরে
  G            C
ভেবে কি তুমি কাঁদবেনা
  G               C
জোছনা ধোয়া কোনো রাতে
 G         F
বিষণ্ণ কি হবেনা?
 
 
[Chorus]
 C          E7
তুমি তাজমহল গড়ো
 Am        G       Em
হৃদয়ে তোমার কখনো হারালে
 C          E
চোখেরই জল মুছে ফেলো
 Am               G
কোলাহল থেকে একটু আড়ালে।
 
 
[Verse 2]
 C        Em   Am
তোমার সে তাজমহলে
 Dm       Am         G
স্মৃতি করে রেখো আমায় কাছাকাছি
 C       Em    Am
হয়তো এ দেহ থাকবেনা
 Dm        Am      F   Em
ভেবো তোমার নিঃশ্বাসে বেঁচে আছি
 C        Em
আমার স্পর্শ কি তুমি
 Am      G
অনুভব করবেনা?
 
 
[Chorus]
 C          E7
তুমি তাজমহল গড়ো
 Am        G       Em
হৃদয়ে তোমার কখনো হারালে
 C          E
চোখেরই জল মুছে ফেলো
 Am               G
কোলাহল থেকে একটু আড়ালে।
 
 C          E7
তুমি তাজমহল গড়ো
 Am        G       Em
হৃদয়ে তোমার কখনো হারালে
 C          E
চোখেরই জল মুছে ফেলো
 Am               G
কোলাহল থেকে একটু আড়ালে।
 
 
[Bridge]
 C     Em   Am
তোমার বিষণ্ণ দুপুরে
 Dm       Am         G
নরম রোদ হয়ে রবো আকাশে
 C       Em     Am
তোমার জোছনা ধোয়া রাতে
Dm        Am    F   Em
হৃদয়েরই ছোঁয়া পাবে নিঃশ্বাসে
 C        Em
আমার স্পর্শ কি তুমি
 Am      G
অনুভব করবেনা?
 
 
[Chorus]
 C          E7
তুমি তাজমহল গড়ো
 Am        G       Em
হৃদয়ে তোমার কখনো হারালে
 C          E
চোখেরই জল মুছে ফেলো
 Am               G
কোলাহল থেকে একটু আড়ালে।
 
 C          E7
তুমি তাজমহল গড়ো
 Am        G       Em
হৃদয়ে তোমার কখনো হারালে
 C          E
চোখেরই জল মুছে ফেলো
 Am               G
কোলাহল থেকে একটু আড়ালে।
 
 
[Outro]
 C      Em       Dm
খুব বেশি জানতে ইচ্ছে করে
 Fm        C
আমি চলে গেলে
  G
কি নিয়ে তুমি থাকবে?
 C      Em       Dm
বড় বেশি জানতে ইচ্ছে করে
 Fm       C
ভুলে যাবে নাকি
 G              F
আমায় মনে রাখবে?
X
By helping UG you make the world better... and earn IQ
Create correction
Please rate this tab
2 more votes to show rating
×
Tajmahal তাজমহল – Ayub Bachchu
How to play
"Tajmahal তাজমহল"
Font
Transpose
Comments