Aj Noy Gun Gun Gunjan আজ নয় গুনগুন গুঞ্জন Chords

by Lata Mangeshkar
1,564 views, added to favorites 8 times
Difficulty: intermediate
Tuning: E A D G B E
Key: G#m
Capo: no capo
Author abl.adm.steelmillsbr [a] 42. Last edit on Sep 9, 2024

Chords

G#m
B
F#
E
D#
C#
G

Strumming

Edit
Is this strumming pattern correct?
1
3
[Intro]
G#m            B
আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে
                 F#
চাঁদ, ফুল, জোছনার গান আর নয়
         E
ওগো প্রিয় মোর
        F#
খোলো বাহুডোর
 D#            G#m
পৃথিবী তোমারে যে চায়
 
G#m            B
আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে
                 F#
চাঁদ, ফুল, জোছনার গান আর নয়
         E
ওগো প্রিয় মোর
        F#
খোলো বাহুডোর
 D#            G#m
পৃথিবী তোমারে যে চায়
 
[Verse 1]
G#m
আর নয় নিষ্ফল ক্রন্দন
     C#         F#
শুধু নিজেরই স্বার্থের বন্ধন
                E
খুলে দাও জানালা আসুক
      B    D#     G#m
সারা বিশ্বের বেদনার স্পন্দন
G#m
আর নয় নিষ্ফল ক্রন্দন
     C#         F#
শুধু নিজেরই স্বার্থের বন্ধন
                E
খুলে দাও জানালা আসুক
      B    D#     G#m
সারা বিশ্বের বেদনার স্পন্দন
 
              (G)
ধরণীর ধূলি হোক চন্দন
G#m               B
টীকা তার মাথে আজ পরে নাও, পরে নাও, পরে নাও
 
[Verse 2]
G#m
কার ঘরে প্রদীপ জ্বলেনি
     C#         F#
কার বাঁচার অন্ন মেলেনি
               E
কার নেই আশ্রয় বর্ষার
      B    D#     G#m
দিন কাটে ভাগ্যের ভরসায়
G#m
কার ঘরে প্রদীপ জ্বলেনি
     C#         F#
কার বাঁচার অন্ন মেলেনি
               E
কার নেই আশ্রয় বর্ষার
      B    D#     G#m
দিন কাটে ভাগ্যের ভরসায়
 
               (G)
তুমি হও একজন তাদেরই
G#m               B
কাঁধে আজ তার ভার তুলে নাও, তুলে নাও, তুলে নাও
 
 
G#m            B
আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে
                 F#
চাঁদ, ফুল, জোছনার গান আর নয়
         E
ওগো প্রিয় মোর
        F#
খোলো বাহুডোর
 D#            G#m
পৃথিবী তোমারে যে চায়
X
By helping UG you make the world better... and earn IQ
Create correction
Please rate this tab
3 more votes to show rating
×
Aj Noy Gun Gun Gunjan আজ নয় গুনগুন গুঞ্জন – Lata Mangeshkar
How to play
"Aj Noy Gun Gun Gunjan আজ…"
Font
Transpose
Comments