Ahare Jibon Chords
by Chirkut11,131 views, added to favorites 45 times
This version was invented playing a piano by matching the original track, works for guitar, ukulele and bass as well.Was this info helpful?
Difficulty: | intermediate |
---|---|
Tuning: | E A D G B E |
Capo: | 3rd fret |
Author shoeb.mo87 [a] 49. Last edit on Nov 8, 2017
Chords
Strumming
There is no strumming pattern for this song yet. Create and get +5 IQ
[Intro]
F# B D# B X 2
[Verse 1]
F# B D# B
কার্নিশে ভুল, অবেলা বকুল,
F# B D# B
থাকো.. ছুঁয়ে... একুল, ওকুল।
F# B D# B
থাকো ছুঁয়ে ... শহুরে বাতাস,
F# B D# B
ছুঁয়ে থাকো.. নিয়ন আকাশ।
F# B D# B
আবছায়া চলে যায় হিজলের দিন,
F# B D# B
অভিমান জমে জমে আমি ব্যথাহীন। - [ ২ বার ]
F# B D# B
আহারে জীবন ... আহা জীবন!
F# B D# B
জলে ভাসা পদ্ম যেমন।
F# B D# B
আহারে জীবন ... আহা জীবন!
F# B D# B
জলে ভাসা পদ্ম জীবন।
[Verse 2]
F# B D# B
আহা পারতাম, যদি পারতাম,
F# B D# B
আঙুল গুলো ছুঁয়ে থাকতাম।
F# B D# B
বিষাদেরই জাল , টালমাটাল,
F# B D# B
এ কোন দেয়াল , এ কোন আড়াল।
F# B D# B
ছাই হয় গোধূলি , কারে যে বলি,
F# B D# B
এ কোন শ্রাবণ আজ বয়ে চলি। - [ ২ বার ]
F# B D# B
আহারে জীবন ... আহা জীবন!
F# B D# B
জলে ভাসা পদ্ম যেমন।
F# B D# B
আহারে জীবন ... আহা জীবন!
F# B D# B
জলে ভাসা পদ্ম জীবন ।
[Verse 3]
F# B D# B
আহা সংশয় , যা হবারই হয়
F# B D# B
বোঝেনা হৃদয় কত অপচয়,
F# B D# B
কনক্রিট মন , মিছে আলাপন
F# B D# B
বিসর্জনে... ক্লান্ত ভীষণ।
F# B D# B
মেঘে মেঘে জমে আজ বেদনার বাঁধ,
F# B D# B
ঢেউয়ে ঢেউয়ে থেকে থেকে জলে নিলাম। - [ ২ বার ]
F# B D# B
আহারে জীবন ... আহা জীবন!
F# B D# B
জলে ভাসা পদ্ম যেমন।
F# B D# B
আহারে জীবন ... আহা জীবন!
F# B D# B
জলে ভাসা পদ্ম জীবন।
F# B D# B
আহারে জীবন ... আহা জীবন!
F# B D# B
জলে ভাসা পদ্ম যেমন।
F# B D# B
আহারে জীবন ... আহা জীবন!
F# B D# B
জলে ভাসা পদ্ম জীবন।
X
×
Font
Transpose
Comments