Jhoom Chords
by Minar Rahman55,936 views, added to favorites 336 times
Difficulty: | beginner |
---|---|
Tuning: | E A D G B E |
Capo: | 3rd fret |
Author moazzemmottakin [a] 1,727. 2 contributors total, last edit on Aug 27, 2020
Chords
Strumming
Edit1
&
2
&
3
&
4
&
Capo 3
[Intro]
G C Em G C Em G D
[Chorus]
G
ঝুম তেরে রে রা রা রি রে রে
C
ঝুম তেরে রে রা রা রি রে রে
Em D
ঝুম তেরে রে রা রা রি রে রে
G
ঝুম তেরে রে রা রা রি রে রে
C
ঝুম তেরে রে রা রা রি রে রে
Em D
ঝুম তেরে রে রা রা রি রে রে
[Verse 1]
G C Em
তুমি আমায় ডেকেছিলে এক মেঘে ঢাকা দিনে
G C Em
কেনো আমি দেই নি সাড়া
G C Em
আমার চোখে আকাশ দেখে তুমি বলেছিলে কিছু
G C Em
বুঝিনি কেনো সেই ইশারা
C
এখন আমি অন্য আমি হয়ে
G
ছুটে চলি তোমার শহরে
Am C D
হারিয়ে চোখের যত ঘুম
[Chorus]
G
ঝুম উড়ে উড়ে দূরে দূরে
C
ঝুম মেঘে মেঘে ডানা মেলে
Em G D
ঝুম ভুলে ঘুরে তারে ডাকি
G
ঝুম উড়ে উড়ে ঘুরে ঘুরে
C
ঝুম মেঘে মেঘে ডানা মেলে
Em G D
ঝুম দূরে দূরে তারে খুঁজি
[Verse 2]
G C Em
আলো আঁধারির মায়ায় এ অবেলায়
G D
মন যে হারায়
G C
চেনা অচেনা কত পথ
Em G D
হঠাৎ কেনো থমকে দাঁড়ায়
C G Am C D
উহ উহ উহ উহ
C G Am C D
উহ উহ উহ উহ
[Chorus]
G
ঝুম উড়ে উড়ে দূরে দূরে
C
ঝুম মেঘে মেঘে ডানা মেলে
Em G D
ঝুম ভুলে ঘুরে তারে ডাকি
G
ঝুম উড়ে উড়ে ঘুরে ঘুরে
C
ঝুম মেঘে মেঘে ডানা মেলে
Em G D
ঝুম দূরে দূরে তারেই খুঁজি
[Verse 3]
G C
তোমার আমার ফেলে আসা যত রঙিন মলিন স্মৃতি
Em G D
লুকিয়ে অবুঝ ঠিকানায়
G Fmaj7
অচিন মনের অচিন কোনো কোণে বন্দী আজো আমি
Cmaj7 G D
ভুল সে পথের সীমানায়
C
এখন আমি অন্য আমি হয়ে
G
ছুটে চলি তোমার শহরে
Am C D
হারিয়ে চোখের যত ঘুম
[Chorus]
G
ঝুম উড়ে উড়ে দূরে দূরে
C
ঝুম মেঘে মেঘে ডানা মেলে
Em G D
ঝুম ভুলে ঘুরে তারে ডাকি
G
ঝুম উড়ে উড়ে ঘুরে ঘুরে
C
ঝুম মেঘে মেঘে ডানা মেলে
Em G D
ঝুম দূরে দূরে তারে খুঁজি
X
×
Jhoom – Minar Rahman
How to play
"Jhoom"
Font
Transpose
Comments
Related tabs